পিএলসি কি?(What is PLC)
পিএলসি এর পূর্নরুপ হল প্রোগ্রামাবাল লজিক কন্ট্রোলার। এই ডিভাইসটিতে আমরা প্রোগ্রামের মাধ্যমে ভিবিন্ন ইলেক্ট্রিক্যাল লোড যেমন মটর, নিউমেটিক বাল্ব অথাবা অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইসকে কন্ট্রোল করতে পারি । পিএলসি ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমানে ব্যবহৃত হয় । এর মাধ্যমে আমরা মানব বিহীন প্রোডাক্সন লাইন তৈরি করতে পারি ।
পিএসসির গঠন প্রণালী
পিএলসির গঠণকে তিনভাগে ভাগ করা হয়েছে । ভাগগুলো যথাক্রমে ইনপুট, সিপিও এবং অউটপুট ।
ইনপুট ইউনিটঃ
ইনপুট ইউনিটের সাথে আমারা প্রোডাকশন ইউনিটে ব্যবহৃত ইনপুটগুলোকে সংযুক্ত করব । ইনপুটগুলো হতে পারে সুইচ, ফটোসেনসর, পিটি ১০০ , লিমিট সুইচ ইত্যাদি । ইনপুট সিগনাল ডিজিটাল অথবা এনালগ হতে পারে।
CPU ইউনিটঃ
CPU তিনটি ইংরেজি শব্ধের সংক্ষিপ্ত রুপ যা হল Central Processing Unit. এই CPU পিএলসির সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে । আমরা জানি যেকোন ইলেক্ট্রোনিক্স ডিভাসকে সক্রিয় করতে হবে পাওয়ার ইনপুট দিতে হয় , ঠিক একই ভাবে পিএসসি কে সক্রিয় করার জন্য ইলেক্ট্রিক্যাল পাওয়ার ইনপুট দিতে হয়ে । এই পাওয়ারটি ডিসি অথাবা এসি পাওয়ার হতে পারে । CPU ইউনিটি প্রসেসর, রেম, রোম, টাইমার, কাউন্টার সহ কমিনিকেশন ফিচার নিয়ে গঠিত হয় । CPU কমিনিকেশন ফিচারের মাধ্যমে আমরা পিএলসিকে অন্যান্য ইলেক্ট্রিক্যাল ডিভাইস যেমনঃ ইনভাটার, এইচ এম আই ইত্যাদির সাথে সংযুক্ত করাব এবং কম্পিউটারের সাথে সংযুক্ত করে আমাদের প্রস্তুত করা প্রোগ্রামটি পিএসসির ভেতরে লোড করব । আমাদের করা প্রোগ্রামটি পিএলসির রোম ইউনিটে সংরক্ষিত থাকে।
অউটপুট ইউনিটঃ
পিএলসি আমাদেরকে আমাদের প্রোগ্রামের সাপেক্ষে অউটপুট ইউনিটের মাধ্যমে আমাদেরকে অউটপুট প্রদান করবে । প্রদত্ত অউটপুট সিগনালকে সুইচিং ইউনিটের সাথে সংযুক্ত করে আমাদের প্রোডাকশনের ইলেক্ট্রিক্যাল লোডকে কন্ট্রোল করব । অউটপুট সিগনালটি ডিজিটাল, এনালগ অথবা পি ডাবলিও সিগনাল হতে পারে । মনে রাখতে হবে প্রোগ্রাম ব্যথিত পিএলসি আমাদেরকে কোনধরনের অউটপুট প্রদান করবে না ।