পিএলসি ইনপুট সিগ্নাল কত প্রকার ও কি?
যেকোন প্রেসেসে ভিবিন্ন ধরনের ইনপুট সিগ্নাল থাকে এইসব সিগনালকে কি আমারা সরাসরি পিএলসির ইনপুট পিনের সাথে সংযুক্ত করতে পারব?
এর উত্তর হল না ।
প্রথমে আমাদেরকে জনতে হবে আমরা যে পিএলসিটি এই প্রসেস এর জন্যে ব্যবহার করেছি তাতে কত ধরনের ইনপুট সাপোর্ট করে তার সাপেক্ষে আমরা বুঝতে পারব যে আমরা প্রসেসে যে ইনপুট গুলো রয়েছে সেটি আমারা পিএলসিতে ইনপুট দিতে পারব কি না ।
এই সকল কিছু বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে পিএলসির ইনপুট কত ধরনের হয়ে থাকে এবং সেগুলো কি?
পিএলসির ইনপুটকে দুইভাগে ভাগ করা হয়েছে তা হলো ডিজিটাল এবং এনালগ সিগনাল । নিম্নে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
ডিজিটাল ইনপুটঃ
পিএলসির ডিজিটাল ইনপুট দুই ধরনের হয়ে থাকে তা হল ২৪/০ ভোল্ট ডিসি অথবা ২২০ ভোল্ট এসি । এই সিগনাল গুলো সুইচ, এবং ডিজিটাল অউটপুট প্রদান করে থাকে এই সকল সেনসর হতে পাওয়ার যায় । যেমনঃ ফোটো সেনসর, প্রক্সিমিটি সেনসর, লিমিট সুইচ ইত্যাদি । ২২০ ভোল্টের ডিজিটাল ইনপুট এখন আর ব্যবহৃত হয় না ।
এনালগ ইনপুটঃ
এনালগ সিগনাল যেমন তাপ, চাপ ইত্যাদি গ্রহনকারি সেনসর হতে প্রাপ্ত সিগনাল রিসিভকারী সেনসরগুলো আমারা পিএলসির এনালগ ইনপুটের সাথে সংযুক্ত করতে পারব ।
পিএলসি ৪ ধরনের এনালগ সিগনাল গ্রহন করতে পারে । সিগনালগুলো হলঃ
১. ০ টু ১০ ভোল্ট ডিসি
২. ৪ টু ২০ মিলি এম্পিয়ার
৩. আর টি ডি (RTD)
৪. থারমোকাপল (Thermocouple)
পিএলসিতে যেকোন সিগ্নাল ইনপুট দেওয়া পূর্বে আমাদেরকে অবশ্যই জানতে হবে ইনপুটি ডিজিটাল নাকি এনালগ । যদি এনালগ হয়ে থাকেলে কি ধরনের এনালগ সিগনাল তা আমাদের জানতে হবে । এবং সেই ইনপুটকি আমাদের ব্যবহৃত পিএলসি সাপোর্ট করে কিনা সেটি জানতে হবে ।