প্রোগ্রামের নামঃ লেচিং প্রোগ্রাম (Latching Program).
প্রোগ্রামের নংঃ ১ ।
প্রোগ্রামে ব্যবহৃত সফটওয়্যারঃ Siemens LOGO!Soft Comfort V7.0.30
প্র্যেকটিক্যালে ব্যবহৃত পিএলসিঃ LOGO 0BA7.
প্রোগ্রামের বিস্তারিতঃ
এটি পিএলসি প্রোগ্রামিং জগৎতে প্রথম প্রোগ্রাম ও বলা হয়ে থাকে । লেচিং বলতে এমন একটি প্রোগ্রামকে বুঝায় যেখানে দুইটি ইনপোর্ট থাকবে ও একটি অউটপোর্ট থাকবে । একটি ইনপোর্ট প্রেস করলে অউটপোর্টটি সেট হবে অথ্যাৎ অউটপোটের রিলেটি একটিব হবে । অন্য একটি বাটন প্রস করলে অউটপোর্টি রিসেট হবে অথ্যাৎ রিলেটি ডিএকটিভ হবে । প্রোগ্রাম ও সিমোলেশনটি নিম্নে দেওয়া হলো ।
মনে করি I1 এবং I2 দুইটি NO সুইচ এবং Q1 অউটপুট । যখন I1 বাটনটি প্রেস করা হবে তখন অউটপুটি এক্টিভেট হবে অন্যদিকে I2 বাটনটি প্রেস করার সাথে সাথে অউটপুটি বন্ধ হয়ে যাবে ।
এখানে I1 এবং I2 ডিজিটাল ইনপুট এবং Q1 ডিজিটাল অউটপুট ।
চিত্রেঃ লেচিং প্রোগ্রামের ।
চিত্রেঃ লেচিং প্রোগ্রামের সিমোলেশন ।
চিত্রেঃ I1 বাটনটি প্রেস করার সাথে সাথে Q1 অউটপুট এক্টিভেট ।
চিত্রেঃ I2 বাটনটি প্রেস করার সাথে সাথে Q1 অউটপুট ডিএক্টিভেট ।
প্রোগ্রামের ডাউনলোড