পিএলসির ইনপুট পাওয়ার কি? (What is the PLC Input Power)
ইলেক্ট্রিক্যাল অথাবা ইলেক্ট্রোনিক্স যেকোন ডিভাইসকে এক্টিভেট করতে হলে আমাদেরকে একটি নির্দিষ্ট মানের পাওয়ার সাপ্লাই দিতে হয় । ঠিক একইভাবে পিএলসিকে এক্টিভেট করতে হলে আমাদেরকে ডিসি অথবা এসি পাওয়ার সাল্পাই দিতে হবে । পিএলসির ইনপুট পাওয়ার এসি নাকি ডিসি সেটি না জেনে আমরা পাওয়া সাপ্লাই দিয়ে থাকি তাহলে পিএলসিটি নষ্ট হয়ে যাবে । তাই প্রোগ্রাম করার শুরুতে আমাদেরকে পিএলসির পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমাদের ভালো ধারনা থাকতে হবে ।
পিএলসির পাওয়ার ২২০ ভোল্ট এসি অথবা ২৪ ভোল্ট ডিসি হয়ে থাকে (ব্যতিক্রম ১১০ভোল্ট এসি, ১২ ভোল্ট ডিসি অথাব ৫ ভোল্ট ডিসি ) । পিএলসিএর পাওয়ার ইনপুট পিনের টেগ দেখে আমারা বুঝতে পারবে পিএলসিটিকি এসি ২২০ভোল্ট নাকি ২৪ ভোল্ট ডিসি । ভিবিন্ন পিএলসিতে ভিবিন্নভাবে পাওয়ার পিনগুলোকে ট্যাগ করা থাকে । যেমনঃ
সিমেন্স পিএলসিতে যদি +L এবং M দিয়ে দুইটি পিনকে ট্যাগ করা থাকে তাহলে আমারা বুঝব এই পিএলসিতে ডিসি ২৪ ভোল্ট পাওয়ার ইনপুট দিতে হবে । এখানে +L হলো পজেটিভ টারমিনাল এবং M হল নেগেটিভ টারমিনাল । আবার কিছু কিছু পিএলসিতে + এবগ্ন – চিহ্ন দিয়ে ট্যাগ করা থাকে । অপরদিকে ডিসি সাইন দিয়ে ট্যাগ করা থাকে অথবা লেখা থাকে DC ।
সবোর্দ মনে রাখতে হবে যদি কোন পাওয়ার পিনে + অথাবা – চিহ্ন থাকে তাহলে সেটি অবশ্যই ডিসি পাওয়ার ইনপুট দিতে হবে কেননা এসি পাওয়ার লাইনের কোণ + অথাব – পোলারিটি নেই ।
অনুরুপ
অন্যদিকে L এবং N থাকলে আমরা বুঝে নেব ২২০ ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে । কোথাও কোথাও এসির সাইন দিয়ে মার্ক করা হয়ে থাকে অথবা লেখা থাকে AC ।
একটি পিএলসির কোথায় আমারা পাওয়ার কালেকশনে দেব সেটি আমারা গ্রাউন্ড অথবা আর্থিং পিনের লোকেশন দিয়ে বুঝতে পারব ।
কোন অবস্থায় নাজেনে আমারা পাওয়ার কালেকশন করব না প্রয়োজনে হলে পিএলসিটের ম্যানোয়াল পড়ে তারপর পাওয়ার কানেশন করব । পাওয়ার কানেকশন ভুল হলে পিএসসিটি নষ্ট হয়ে যাবে তাই সাবধান ।
পিএলসি প্রগ্রামিং কেবল অথবা পিএলসি কিনতে এখুন ভিজিট করুন Uttolon.com এ